নিজস্ব প্রতিনিধি— পরিবর্তনের ধাত্রীভূমি নন্দীগ্রামে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। দাবি ছিল, পরিস্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করে দেওয়ার। এলাকার বিধায়ক তথা পরিবেশ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। দাবির কথা পৌঁছে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কানে। জল সরবরাহের প্রকল্পের রূপরেখাও তৈরি করে দিয়েছিলেন শুভেন্দু। নন্দীগ্রামের সেই দাবিতে এবার সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফের স্পষ্ট করে দিলেন নন্দীগ্রামের প্রতি তার ভালোবাসার দিকটাও। বুধবার হাওড়ার অরুপাড়া থেকে নন্দীগ্রাম-১ ও ২ নন্দকুমার ও চণ্ডীপুর ব্লকের নলবাহিত পানীয় জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে প্রশাসনের উদ্যোগে এজন্য পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত শুভেন্দু ঘোষণা করলেন, “খুব তাড়াতাড়ি নন্দীগ্রাম সব বাকি তিন ব্লক এলাকার বাসিন্দাদের জলকষ্ট লাঘব হবে। বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে পানীয় জল। “গেঁওখালির রূপনারায়ণ নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে জল এনে ট্রিটমেন্ট প্ল্যান্টের সাহায্যে পরিস্রুত করা হবে। তারপর সেই জল প্রতিটি ব্লকের জলাধার থেকে পাইপলাইনের সাহায্যে পৌঁছে দেওয়া হবে বাড়ি বাড়ি। ১৩ লক্ষ মানুষের জল সঙ্কট মিটবে এই প্রকল্প চালু হলে। ব্যয় হবে ১৪৮৮ কোটি টাকা। তিন বছরের মধ্যে কাজ শেষ করবে জনস্বাস্থ্য কারিগরি দফতর নন্দীগ্রামের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী, জেলাশাসক পার্থ ঘোষসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। শুভেন্দু বলেন, “এই জলপ্রকল্পের শিলান্যাস করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সহজে এই কাজ হয়নি। ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে এই প্রকল্পের বিষয়ে জনস্বাস্থ্য দফতরের মন্ত্রী-সচিবের কাছে প্রতি সপ্তাহে খোঁজ নিতাম। সেই কাজটা নিষ্ঠার সঙ্গে করতে পেরেছি এবং মুখ্যমন্ত্রীও তার ছাড়পত্র দিয়েছেন।”
Related Articles
গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী
নিজস্ব প্রতিনিধি— নির্বাচনী প্রচারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রামপঞ্চায়েতের খোয়ারমোড় এলাকায়। এলাকায় শান্তি বিঘ্নিত করার অভিযোগ তুলে সোচ্চার হন গ্রামবাসীদের একাংশ। গ্রামবাসীদের বক্তব্য, বহিরাগত প্রার্থীকে মেনে নিতে পারছি না। উনি দিল্লি থেকে ভোট চাইতে […]
বাবুলের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের কমিশনের
আসানসোলের একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী নিজস্ব প্রতিনিধি— আগামী ২৯ এপ্রিল চতুর্থ দফার ভোটে আসানসোল কেন্দ্রের নির্বাচন। আর এই নির্বাচনের আগে আসানসোল নিয়ে কড়া মনোভাব নিল নির্বাচন কমিশন। এই কেন্দ্র নিয়ে একাধিক অভিযোগ আসায় এখানে একশো শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং অজয় নায়েকের নির্দেশে তড়িঘড়ি […]
কংগ্রেস নয় আরএসএসের সঙ্গে যোগ রয়েছে মমতার: বিমান
নিজস্ব প্রতিনিধি— আরএসএসের সঙ্গে মমতার যোগ রয়েছে। সংগঠনের পত্রিকা প্রকাশের অনুষ্ঠানে গিয়ে অনেকদিন আগেই তিনি তা প্রমাণ করে দিয়েছেন। বিজেপি সরকারের মন্ত্রী হয়েছিলেন। এই রাজ্যে বিজেপি আরএসএসকে আমদানি করেছেন মমতা। কংগ্রেসের সাথে বিজেপি’র যে যোগযোগ রয়েছে বলে মুখ্যমন্ত্রীর দাবি করেন, তা সম্পূর্ণ মিথ্যা। হরিশ্চন্দ্রপুরে উত্তর মালদার বামফ্রন্ট প্রার্থী বিশ্বনাথ ঘোষের সমর্থনে প্রচারে এসে একথা বললেন […]