নিজস্ব প্রতিনিধি : কৃষক আন্দোলনের মধ্যদিয়ে নন্দীগ্রাম থেকেই রাজ্যের পালাবদল ঘটে। আর সেই পরিবর্তনের ধাত্রীভূমি নন্দীগ্রামে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের।আর সেই দাবি পূরনের জন্য বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি ছিল। পরিস্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করে দেওয়ার।এলাকার বিধায়ক তথা রাজ্যের পরিবেশ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবির কথা পৌঁছে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কানে।জলসরবরাহ প্রকল্পের রূপরেখাও তৈরি করে দিয়েছিলেন শুভেন্দু।নন্দীগ্রামের সেই দাবিতে এবার সিলমোহর দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।ফের স্পষ্ট করে দিলেন নন্দীগ্রামের প্রতি তাঁর আবেগ-ভালোবাসার দিকটাও।বুধবার হাওড়ার অরুপাড়া থেকে নন্দীগ্রাম ১ ও ২ এবং নন্দকুমার ও চন্ডিপুর ব্লকের নলবাহিত পানীয় জলসরবারহ প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে প্রশাসনের উদ্যোগে এর জন্য পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।আর সেখানে উপস্থিত হয়ে মন্ত্রী ঘোষণা করলেন, “খুব তাড়াতাড়ি নন্দীগ্রাম সহ বাকি ৩ ব্লক এলাকার বাসিন্দাদের জল কষ্ট খুব তাড়াতাড়িই লাঘব হবে।মুখ্যমন্ত্রীর উদ্যোগে জলপ্রকল্প তৈরি হলেই এলাকাবাসীকে সেই কষ্ট থেকে রেহাই দিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে পানীয় জল।”গেঁওখালির রূপনারায়ণ নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে জল এনে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সাহায্যে পরিশুদ্ধ করা হবে।তারপর সেই জল প্রতিটি ব্লকের জলাধার থেকে পাইপলাইনের সাহায্যে পৌঁছে দেওয়া হবে বাড়ি বাড়ি।১৩ লক্ষ মানুষের জল সঙ্কট মিটবে এই জলপ্রকল্প চালু হলে। প্রকল্প নির্মাণে ব্যয় হবে ১৪৮৮।৫ কোটি টাকা।৩ বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর নন্দীগ্রামের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী, জেলাশাসক পার্থ ঘোষ সহ জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।মন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য পেশ করতে গিয়ে বলেন,” এই জলপ্রকল্পের শিলান্যাস করতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।সহজে এ কাজ হয়নি।২০১৬ সালের সেপ্টেম্বর থেকে এই প্রকল্পের বিষয়ে জনস্বাস্থ্য দপ্তরের মন্ত্রী-সচিবের কাছে প্রতি সপ্তাহে খোঁজ নিতাম।সেই কাজটা আমি নিষ্ঠার সঙ্গে করতে পেরেছি এবং মুখ্যমন্ত্রীও তার ছাড়পত্র দিয়েছেন।এটা আমাদের বড় প্রাপ্তি।”
Related Articles
‘জয় শ্রী রাম’ না বললে প্রাণ খোয়াতে হবে, ২ মুসলিম যুবককে হুমকি একদল দুষ্কৃতীর
Posted on Author aamarsakal
নিজস্ব প্রতিনিধি : ফের একবার জোর করে ‘জয় শ্রী রাম’ বলা ঘিরে বির্তকের সৃষ্টি। ঘটনাটি ঘটেছে ঔরঙ্গাবাদে। রবিবার দুই মুসলিম যুবককে ‘জয় শ্রী রাম’ বলতে জোর করার অভিযোগ উঠল কিছু অচেনা মানুষের বিরুদ্ধে। ওই যুবকদের কে প্রাণটা হারানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারী শেখ আমের জানিয়েছেন, গতকাল রাতে বন্ধুর সঙ্গে কাজে যাবেন বলে বেরিয়েছিলেন […]
আমার সকাল : করোনাভাইরাসকে আটঁকাতে আমেরিকার সাহায্য নিতে আপত্তি নেই, জানিয়ে দিল চিন
Posted on Author aamarsakal
নিজস্ব প্রতিনিধি : যত দিন যাচ্ছে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে চিন প্রশাসনের । মঙ্গলবার পর্যন্ত চিনে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা ছুঁয়েছে ৪২৫। আর আক্রান্ত হয়েছে ২৪ হাজারের বেশি। এবার আমেরিকার সাহায্য নিতে রাজি আছে বলে জানালেন চিন প্রশাসন। বুধবার চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং আজ বলেছেন, ‘‘আমেরিকা একটি নিরপেক্ষ, স্বচ্ছ, শান্তিপূর্ণ যুক্তিযুক্ত অবস্থান নিক। […]