নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন মতুয়া মহাসংঘের প্রধান বীনাপানি দেবী। কিন্তু তারপরেই তরজা অব্যাহত। বড়মার মৃত্যুর সিবিআই তদন্ত চাইল ঠাকুরবাড়ির সদস্যরাই। বিনাপানী ঠাকুরের মৃত্যুর পেছনে রহস্য রয়েছে । মতুয়া মহাসংঘের বড়মা বীণাপানি ঠাকুরের প্রয়াণের পরে তাঁর পৌত্র ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর চাইছেন সিবিআই তদন্ত।শান্তনু জানান রাজনৈতিক কারণে খুন হতে হয়েছে বড়মা কে যার জন্য দায়ী তৃণমূল । নাগরিকত্ব বিল কে সমর্থন জানিয়েছিলেন বড়মা এমন দাবী করা শান্তনুর বক্তব্য , মমতা বালা এই চিঠিকে জাল প্রমান করতে উঠেপড়ে লেগেছিলেন । এই চিঠির প্রকৃত সত্য প্রমাণ হলেই শাসক দল মতুয়া মহাসংঘের সমর্থন হারাবে এই আশঙ্কা জাঁকিয়ে বসেছিল শাসকদলের অন্দরে। শান্তনুর অভিযোগ , তাঁদের না জানিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বড়মাকে ।
অন্যদিকে, এই উত্তপ্ত রাজনৈতিক বাতাবরণের বাইরে বুধবার সকালেও পরিস্কার হয় নি বড় মাকে কবে ও কখন দাহ করা হবে । অন্তিম কাজের সময় নির্ঘণ্ট নিয়েও চলছে চাপান উতোর । অনতি বিলম্বে বিষয়টি স্থির হবে, বড়মার একমাত্র জীবিত পুত্র মঞ্জুলকৃষ্ণ জানালেও পরিবার ও মতুয়া সংঘের ভক্ত দের একাংশের দাবী বুধবার বড়মার দেহ শ্রদ্ধা অর্পণের জন্য বাড়ির লাগোয়া মন্দিরের কাছে শায়িত থাকবে এবং মমতাবালা ঠাকুরের বিরোধী শিবিরের সম্ভাব্য সূত্রে বৃহস্পতিবার বড়মার দেহ দাহ করা হবে । তথাপি বড়মার প্রয়ান ঘিরে ধর্মীয় আন্দোলনের পীঠস্থানে এখন রাজনীতির উত্তাপ ।