নিজস্ব প্রতিনিধি : লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ থেকে শুরু করে প্রচার, সব ক্ষেত্রে এগিয়ে তৃণমূল। ঝাড়্গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশের পর দিন থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে তৃণমূলের প্রার্থী বিরবাহা সরেন। এদিন রবিবার দলীয় কর্মীদের নিয়ে কর্মী বৈঠক, মিছিল, সন্মেলনের পাশাপাশি গুপ্তমণিতে পূজো দিয়েছেন লোকসভা নির্বাচনের প্রার্থী বিরবাহা। এদিন প্রথমে সাঁকরাইল ব্লকের বাঁকড়া এলাকায় শাসক দলের প্রার্থীর হয়ে মিছিল করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। পরে ওই ব্লকের পাথরা অঞ্চলের তৃণমূলের শাখা সংগঠনের নেতৃত্বদের নিয়ে এক সন্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রার্থী বিরবাহা, গোপীবল্লপুরের বিধায় চূড়ামণি মাহাত, সাঁকরাইল ব্লকের ব্লক সভাপতি সোমনাথ মহাপাত্র সহ অন্যান্য নেতৃত্ব। এরপরেই মা গুপ্তমণি মন্দির পূজো দিয়ে ঝাড়্গ্রাম শহরের ডিএম হলে কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন এবারের লোকসভা নির্বাচনের প্রার্থী। এই কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়্গ্রামের বিধায়ক তথা ঝাড়্গ্রাম জেলা তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান সুকুমার হাঁসদা, ঝাড়্গ্রাম শহর সভাপতি প্রশান্ত রায়, ঝাড়্গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস সহ একাধিক নেতা নেত্রীরা। দলীয় সুত্রে জানা গিয়েছে এদিনের এই বৈঠক থেকে আগামী দিনে কি ভাবে প্রচার শুরু করবে তার রণকৌশল নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করা হয়েছে। জানা গিয়েছে ঝাড়্গ্রাম লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে সাতটি বিধানসভা কেন্দ্র ও ১৫ ব্লক। এই প্রত্যেক ব্লকেই কর্মীদের নিয়ে বৈঠক, মিছিল, পাড়ায় পাড়ায় গিয়ে পাড়া বৈঠক থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের পাশাপাশি সাধারণ মানুষজনের অভাব অভিযোগ, ক্ষোভ বিক্ষোভের কথা শুনে আগামী দিনে এই ভুল ক্রুটি গুলিকে শুধরে নেওয়ার পরিকল্পনা নিয়েছে শাসক দল। এদিন সাঁকরাইল ব্লকের ব্লক সভাপতি সোমনাথ মহাপাত্র বলেন, ” আগামী দিনে প্রত্যেক ব্লকে কর্মী বৈঠক করা হবে। তারপর প্রকাশ্য সমাবেশ, মিছিল সহ একাধিক কর্মসুচি গ্রহণ করা হয়েছে। এইভাবে আগামী দিনে প্রচারে আরও জোরদার করা হবে”।
Related Articles
বাড়ছে উদ্বেগ, শহরে এবার করোনা আক্রান্ত সব্জি বিক্রেতা ।
এই প্রথম ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্দিষ্ট করা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলল। ৬২ বছরের আক্রান্তের বাড়ি ডায়মন্ড হারবার-২ ব্লকের নুরপুরের মুকুন্দপুরে। তিনি শিয়ালদহ বাজারে সব্জি বিক্রি করেন। গত সোমবার অসুস্থ অবস্থায় ওই প্রৌঢ়কে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। উপসর্গ দেখে চিকিৎসকেরা সন্দেহের তালিকায় রেখেছিলেন তাঁকে। এর পর তাঁর […]
আমার সকাল: স্টিকার বৈধ নয়, অধীরের গাড়ি আটকালো পুলিশ! হেঁটেই সংসদে গেলেন বহরমপুরের সাংসদ
নিজস্ব সংবাদদাতা: সংসদে যাওয়ার পথে হেনস্তার শিকার কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সংসদ চত্বরে গাড়ি নিয়ে ঢুকতে বাধা দেওয়া হয় তাঁকে। বলা হয়, সাংসদের গাড়িতে যে স্টিকার সাঁটানো আছে তা অবৈধ। সংসদে ঢোকার আগে রাজীব চকে তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। ফলে বাকি রাস্তা হেঁটে মালদহের সাংসদকে সংসদে পৌঁছতে হয়। এ নিয়ে সাংবাদিক বৈঠক […]
‘তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি’ মুকুল পুত্র,দীনেশ ত্রিবেদীর হয়ে প্রচারে সক্রিয় শুভ্রাংশু
নিজস্ব প্রতিনিধি : ‘তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি’ মুকুল পূত্র শুভ্রাংশু বলেন একথা। গত বৃহস্পতিবার শুভ্রাংশু সাংবাদিকেদর বলেন, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন দলনেত্রী রয়েছেন ততদিন তৃণমূলেই রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে নেতা হিসেবে মানতে বলবেন তাকেই নেতা হিসেবে মানব। তা সে দিলীপ ঘোষ হোক বা সুজন চক্রবর্তী। এমনিতেই খুব একটা প্রচারের আলোয় থাকেন না শুভ্রাংশু। মুকুল […]