নিজস্ব প্রতিনিধি : ‘তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি’ মুকুল পূত্র শুভ্রাংশু বলেন একথা। গত বৃহস্পতিবার শুভ্রাংশু সাংবাদিকেদর বলেন, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন দলনেত্রী রয়েছেন ততদিন তৃণমূলেই রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে নেতা হিসেবে মানতে বলবেন তাকেই নেতা হিসেবে মানব। তা সে দিলীপ ঘোষ হোক বা সুজন চক্রবর্তী।
এমনিতেই খুব একটা প্রচারের আলোয় থাকেন না শুভ্রাংশু। মুকুল রায় দল ছাড়ার পর তাঁকে নিয়ে দলে আলোচনা বেড়েছে। তৃণমূলের প্রার্থী ঘোষণার পরই শুক্রবার দীনেশ ত্রিবেদীর হয়ে প্রচারে নেমে পড়লেন শুভ্রাংশু। রং-তুলি নিয়ে দীনেশের হয়ে দেওয়ালও লিখলেন পুরোদমে। তাঁর এভাবে জোরকদমে ময়দানে নেমে পড়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং।