নিজস্ব প্রতিনিধি— তিনি টলিউডের এক নম্বর নায়িকা। তবে এখন এটাই তাঁর একমাত্র পরিচিতি নয়। তিনি এখন আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী। এমনিতেই ডাকাবুকো স্বভাবের বলে পরিচিতি রয়েছে তাঁর। একবার গাড়ি নিয়ে তাড়া করে কিছু দুষ্কৃতীকে তুলে দিয়েছিলেন পুলিশের হাতে। ফলে সুন্দর মুখের পাশাপাশি টলিউডের ‘সাহসী কন্যে’ বলেও পরিচিত তিনি। যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানো প্রসঙ্গে মিমি জানান, তিনি অভিনয় এবং রাজনীতির মধ্যে ভারসাম্য বজায় রেখে চলবেন। আপাতত প্রচারের জন্য জমকালো পোশাক ছেড়ে ‘ডি-গ্ল্যাম’ চেহারায় মঙ্গলবার দেখা গেল তাঁকে। স্নিকার্স পরে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়তে চান তিনি, এমনটাই জানান এই নায়িকা। মিমির দাবি, তিনি সবসময় মানুষের জন্য কিছু করতে চান। এই পেশা সেই সুযোগ দেবে তাঁকে।