নিজস্ব প্রতিনিধি: পাথর বোঝাই ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুলছাত্রী সহ ৫ জন গুরুতর আহত হয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মহিষাদলের মহিষাদল গার্লস কলেজের সামনে। স্থানিয়দের চেস্টায় আহতদের উদ্ধার করে স্থানিয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মহিষাদল থানার পুলিশ। দুর্ঘটনার ফলে মহিষাদল – গেঁওখালী রাজ্যসড়ক বেশকিছু সময় অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশের চেস্টায় যানচলাচল স্বাভাবিক করে। আটক করা হয়েছে গাড়ি দুটিকে।স্থানিয় সূত্রে জানাগিয়েছে, শনিবার সকালে মহিষাদল – গেঁওখালী রাজ্যসড়কে মহিষাদল গার্লস কলেজের সামনে একটি পাথর বোঝাই লরি ঘোরানোর সময় গেঁওখালী থেকে মহিষাদলের অভিমুখে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারে।