নিজস্ব প্রতিনিধি: জেল থেকে পরীক্ষায় সফল।গড়িয়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত বিচারক এসকে দামের ছেলে অর্ণব ছোট থেকেই মেধাবী বলেই পরিচিত। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে খড়্গপুর আইআইটি-তে পড়াশোনা করেন। কিন্তু তিনটি সেমেস্টারের পরেই হঠাৎই খড়্গপুর আইআইটির ক্যাম্পাস ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান অর্ণব। সিপিআই (মাওবাদী)-এর রাজনৈতিক মতবাদে আকৃষ্ট হয়ে তিনি যোগ দিয়েছিলেন ওই সংগঠনে। এমনটাই জানা গিয়েছিল।আইআইটির ক্যাম্পাস থেকে পুরুলিয়া-ঝাড়খণ্ডের পাহাড়ে-জঙ্গলে হাতে একে-৪৭ নিয়ে ডেরা বাঁধেন অর্ণব। পুলিশ সূত্রে খবর, নিহত মাওবাদী পলিটব্যুরো নেতা কিষেনজির অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন অর্ণব। লালগড় আন্দোলনের সময় অযোধ্যা-বাঘমুন্ডির পাহাড়-জঙ্গলে তাঁর গেরিলা বাহিনী নাজেহাল করে দিয়েছিল যৌথ বাহিনী থেকে শুরু করে গোয়েন্দাদের।একাধিক মাওবাদী হামলায় অভিযুক্ত অর্ণব ২০১২ সালে হঠাৎই ধরা পড়েন আসানসোল থেকে। জেলবন্দি হওয়ার পর থেকেই ওই গেরিলা নেতা অসম্পূর্ণ থাকা উচ্চশিক্ষায় মন দেন।কিন্তু কে এই অর্নব? কেন হঠাৎ করে তাঁকে নিয়ে আবার আলোচনা। জানা গিয়েছে, জেলে বসে পরীক্ষা দিয়েই স্টেট এলিজিবিলিটি টেস্ট(সেট)-এ সফলভাবে উত্তীর্ণ হলেন এক সময় রাজ্যের শীর্ষ মাওবাদী নেতা অর্নব দাম ওরফে বিক্রম। রাজ্য কারা দফতর সূত্রে খবর, এর আগে কেউ জেলবন্দি অবস্থায় এ ধরনের কোনও পরীক্ষায় সফল হননি।জেল থেকেই পরীক্ষা দিয়ে স্নাতক হন। প্রায় ৭০ শতাংশ নম্বর নিয়ে শেষ করেন স্নাতকোত্তর পাঠ। তিনি জেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, অধ্যাপনা করতে চান। তাই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট(নেট)-এ বসার আবেদন জানিয়েছিলেন।বৃহস্পতিবার হুগলি জেলে বসে তিনি তাঁর পাশ করার খবর পান। হাতে পান মার্কশিটও। সেই মার্কশিট তিনি বাড়িতে স্পিড পোস্টে পাঠিয়েও দিয়েছেন বলে জেল সূত্রে খবর।
Related Articles
ভারতে একদিনে সর্বোচ্চ বৃদ্ধি, গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ১,৪৬৩ ।
ভারতে একদিনে সর্বোচ্চ বৃদ্ধি, গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ১,৪৬৩ ভারতে গত ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে আরও ১,৪৬৩ করোনা আক্রান্ত চিহ্নিত হয়েছে। একদিনে এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ বৃদ্ধি বলে দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধে পর্যন্ত ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ১০,৮১৫ জনের মধ্যে ছড়িয়েছে। আক্রান্তদের মধ্যে আবার ৭৬ বিদেশি। বিপুল এই […]
আমার সকাল: ব্যাঙ্ক জালিয়াতির হার বেড়েছে মোদী জামানাতেই, তহবিলও কমে গিয়েছে! ঘুরিয়ে স্বীকার করলো রিজার্ভ ব্যাঙ্ক
নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি রিজার্ভ তাঁদের ভাঁড়ার থেকে কেন্দ্রের সরকারকে ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। রিজার্ভ ব্যাঙ্ক গঠিত বিমল জালান কমিটির সুপারিশ মতেই ওই টাকা সরকারকে দিয়েছে এই কেন্দ্রীয় ব্যাঙ্ক। এর মধ্যে ৫২ হাজার কোটি টাকা রিজার্ভ ব্যাঙ্কের আপৎকালীন তহবিল থেকে দেওয়া হয়েছে। আরো পড়ুন: সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে ব্যাঙ্কের একাধিক […]
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার আক্রমণে ধনখড় !এ লড়াই যেন থামার নয় ।
ফের আক্রমণে ধনখড়, রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যের সমালোচনা করে বৃহস্পতিবার ফের টুইট করলেন ধনখড়। মানুষ যখন অবর্ণনীয় দুর্দশায়, তখন কেন ঝগড়া বাড়াচ্ছেন? মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুড়েছেন রাজ্যপাল। Appeal all parties to be in sync in combating Covid 19. Pained @MamataOfficial ‘opposition behaving like […]