নিজস্ব প্রতিনিধি— পুরনো রেক হওয়ার কারণে সম্প্রতি কলকাতা মেট্রোর যাত্রীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কখনও যান্ত্রিক গোলযোগ তো কখনও মেট্রোয় আগুন। এবার সেই সমস্যার কিছুটা হলেও সমাধান হতে পারে। ইতিমধ্যেই চিন থেকে জাহাজে করে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলো নতুন ডালিয়ান রেক। এই নয়া রেকগুলিকে নোয়াপাড়া কারশেডে নিয়ে যাওয়া হবে পরীক্ষা করার জন্য। তারপর সেগুলিকে পুরনো রেকের বদলে ব্যবহার করা হবে। এর ফলে নিত্যদিনের সমস্যা কিছুটা সুরহা হতে পারে বলে মনে করা হচ্ছে।
Related Articles
যেমন কথা তেমনি কাজ ।একটি ভোটও দিলেন না রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দারা।
Posted on Author aamarsakal
[…]