নিজস্ব প্রতিনিধি — চলে গেলেন পরিচালক-অভিনেত্রী অপর্ণা সেনের প্রাক্তন স্বামী মুকুল শর্মা। বৃহস্পতিবার নয়াদিল্লির বাড়িতে জীবনাবসান হয় এই পলিম্যাথ এবং বিজ্ঞান বিষয়ক লেখক ও অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯। তিনি রেখে গেলেন স্ত্রী বিনীতা এবং দুই মেয়ে কমলিনী এবং কঙ্কনাকে। বৃহস্পতিবার মুকুল শর্মার মৃত্যু খবর সোশ্যাল মিডিয়ায় জানান প্রাক্তন স্ত্রী অপর্ণা সেন।
A Dear Dear friend . Who teased and made fun n made everyone laugh around him besides being a great writer. Rest in Peace #MukulSharma 🙏 @konkonas Sorry for your loss . Heartfelt condolence! https://t.co/y6GnFDXdD2
— rekha bhardwaj (@rekha_bhardwaj) March 1, 2019
১৯৮৪-তে অপর্ণা পরিচালিত ‘পরমা’ ছবিতে অভিনয়ও করেছিলেন মুকুল। এক ফোটোগ্রাফারের চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। এক বিখ্যাত বিজ্ঞান বিষয়ক পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। ১৯৮৬ নাগাদ সেই পত্রিকার চাকরি নিয়ে মুম্বই গিয়েছিলেন। বিখ্যাত বিজ্ঞান বিষায়ক পত্রিকা ‘সাইন্স টুডে’-র সম্পাদক ছিলেন মুকুল শর্মা। পাশাপাশি পেশায় ইঞ্জিনিয়র ও বিজ্ঞানীও ছিলেন তিনি। আবার আশুতোষ কলেজে তিনি ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশোনাও করেন বলে জানা যায়।তাঁর লেখা সায়েন্স ফিকশন পছন্দ করতেন পাঠক। লিখেছেন বেশ কিছু ছোটগল্পও।