নিজস্ব প্রতিনিধি: প্ল্যাটফর্মে ভীড়ের চাপে চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হলেন এক মধ্যবয়স্ক ব্যাক্তি। মঙ্গলবার রাতে এমন ঘটনাই ঘটল লিলুয়া স্টেশনে। পুলিশ সুত্রে খবর জখম ব্যাক্তি হলেন কালিপদ ধাড়া(৫৬)। হাওড়ার সালকিয়ার শশীভূষন সরকার লেনের বাসিন্দা তিনি। পেশায় ইলেকট্রিশিয়ান কালিপদবাবু ভদ্রেশ্বর যাওয়ার ট্রেনের জন্যে লিলুয়া স্টেশনে অপেক্ষা করছিলেন। সেইসময়ে লিলুয়া স্টেশনে যাত্রীদের ভিড় ছিল। ডাউন একটি ট্রেন পাশের প্ল্যাটফর্মে আসার ফলে শুরু হয় ধাক্কাধাক্কি। আপ লাইন দিয়ে সেই সময়ে ঝড়ের গতিতে ছুটে যাচ্ছিল কালকা মেল। প্ল্যাটফর্মের ধাক্কাধাক্কিতে ছুটন্ত সেই কালকা মেলের সাথে ধাক্কা লাগে কালিপদবাবুর। সেই ধাক্কায় গুরুতর জখম হন তিনি। জখম অবস্থায় তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন তাঁর কোমরের হাড় ভেঙ্গেছে, ও বুকের পাঁজরের হাড়ও ভেঙ্গেছে।