নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের আগে তৃণমূল দল থেকে কয়েকজন নেতা যোগ দিয়েছেন বিজেপিতে। এবার তার উলটো প্রবণতা দেখা দিল উত্তরপ্রদেশের এলাহাবাদে। দলবদল করে ফেললেন কেন্দ্রের বিজেপি সাংসদ।শনিবার প্রয়াগরাজের বিজেপি এমপি শ্যামাচরণ গুপ্তা দল ছেড়ে যোগ দিলেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে। ওই দল থেকে তিনি এবার লোকসভা ভোটে প্রার্থী হবেন। যতদূর জানা গিয়েছে, তিনি দাঁড়াবেন বান্দা কেন্দ্র থেকে।
বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগদান করলেন এলাহাবাদের সাংসদ শ্যামচরণ গুপ্তা। ২০১৪ সালে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন তিনি। তবে তার আগে সপার নেতাই ছিলেন তিনি। ১৯৯৯ থেকে ভোটে দাঁড়াচ্ছেন গুপ্তা। সে বার হারলেও ২০০৪ সালে জিতে সপা সাংসদ হন তিনি। ফের ২০০৯-এ ওই কেন্দ্র থেকে হেরে যাওয়ার পর গেরুয়া শিবিরে যোগদানের সিদ্ধান্ত নেন তিনি। এর পরেই এলাহাবাদ থেকে সাংসদ নির্বাচিত হন তিনি।
বিজেপি লোকসভা ভোটে প্রথম প্রার্থীতালিকা প্রকাশের ঠিক আগে শ্যামাচরণ ঘোষণা করেন, তিনি দল ছাড়ছেন।
শ্যামাচরণ গুপ্তা ১৯৭৩ সালে শ্যামা গ্রুপ অব কোম্পানিজ প্রতিষ্ঠা করেন। তাঁর সংস্থাগুলি বিড়ি তৈরি করে। হোটেল এবং রিয়েল এস্টেট ব্যবসাতেও তিনি যুক্ত।