নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল রাজীব কুমারকে বাড়তি দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি নিয়ে বলা হয়েছিল তাঁকে রাজ্যের ইকোনমিক অফেন্সেস এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে৷ এবার সেই বিজ্ঞপ্তি স্থগিত করে দিল রাজ্য সরকার৷বুধবার পশ্চিমবঙ্গ সরকারের হোম ও পার্বত্য বিষয়ক বিভাগ পুলিশ সার্ভিস সেল একটি বিজ্ঞপ্তি জারি করে, তাতে উল্লেখ করা হয়েছে এডিজি ও আইজিপি সিআইডি রাজীব কুমারকে রাজ্যের ইকোনমিক অফেন্সেস এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল তা বর্তমানে স্থগিত রাখা হল৷কয়েকদিন আগেই রাজ্য নির্বাচনের মুখ্য আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে নালিশ জানিয়ে এসেছিলেন বিজেপি নেতা মুকুল রায়। অভিযোগ করেছিলেন, এই প্রশাসন দিয়ে বাংলায় সুষ্ঠু ভাবে ভোট করানো সম্ভব নয়। উদাহরণ দিতে গিয়ে বলেছিলেন, তিন বছরের বেশি এক জায়গায় থাকলে নিয়মানুযায়ী ভোটের আগে তাঁকে বদলি হতে হয়। রাজ্য সরকার কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে এডিজি সিআইডি করলেও, ইকোনামিক অফেন্স এবং স্পেশাল টাস্ক ফোর্সের অতিরিক্ত চার্জে রেখে দিয়েছে। মুকুলবাবুদের বক্তব্য ছিল, ইকোনামিক অফেন্স এবং স্পেশাল টাস্ক ফোর্স এই দুটোই কলকাতা পুলিশের অধীনস্ত সংস্থা। আর ঠিক তার দিন কয়েক পরেই বুধবার নবান্ন থেকে নির্দেশিকা জারি করে ওই দুটি জায়গা থেকে সরিয়ে দিয়েছে রাজীব কুমারকে।রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব নির্দেশিকা জারি করে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি নির্বাচন কমিশনের চাপেই এই কাজ করতে হল নবান্নকে?
Related Articles
আমার সকাল : সদ্যাজাতকে রেখে ডেঙ্গিতে মারা গেলেন মহিলা পুলিশ কনস্টেবল
নিজস্ব প্রতিনিধি : ফের কলকাতায় ডেঙ্গির কবলে পড়ে মৃত্যু হল এক মহিলার। শুধু রেখে গেলেন ১১ দিনের সদ্যাজাত সন্তানকে। মৃতের নাম রুনু বিশ্বাস। তিনি আমহার্স্ট স্ট্রিট থানায় পুলিশের এক মহিলা কনস্টেবলের পদে ছিলেন। বুধবার ভোরবেলা বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় রুনুর। জানা গিয়েছে, সন্তান জন্ম দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন রুনু। তারপর তাঁকে […]
পেট্রোল- ডিজেলের মূল্য আবারও উর্দ্ধাগামী।
আবার বাড়ল পেট্রোল- ডিজেলের দাম৷ সোমবার দিল্লিতে পেট্রোলের দাম আরও ৫ পয়সা বেড়ে লিটার প্রতি হয়েছে ৮০.৪৩ টাকা৷ অন্যদিকে ডিজেলের দাম লিটার পিছু ১৩ পয়সা করে বৃদ্ধি পেয়েছে৷ ফলে রাজধানীতে এক লিটার ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮০.৫৩ টাকা৷ একটানা তিন সপ্তাহ ধরে লাগাতার মূল্যবৃদ্ধির পরে রবিবার ২২তম দিনে পেট্রোল- ডিজেলের দাম অপরিবর্তিত ছিল৷ ফলে কিছুটা […]
আমার সকাল : ২০ কোটি টাকা আত্মসাৎ করা অভিযোগ উঠল বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধি : বেআইনি ও বেনামী ঋণের ২০ কোটি টাকা আত্মসাৎ করা অভিযোগ উঠল ভাটপাড়া নৈহাটি কো–অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তথা বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে। অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা সোমনাথ শ্যাম। এরপরই মঙ্গলবার রাতে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মার নেতৃত্বে পুলিশ বাহিনী ও গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা ওই ভাটপাড়া নৈহাটি কো–অপারেটিভ ব্যাংকের তল্লাশি চালান। […]