নিজস্ব প্রতিনিধি: বিরোধীদের ঘর ভাঙিয়ে নিজেদের ঘর শক্ত করতে চাইছে বিজেপি। তাই ছোট হোক বড় সব নেতাকে গুরুত্ব দিয়ে নিজেদের দিকে টানছেন বিজেপি নেতারা। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপিতে যোগ দেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। তারপরই আচমকা শোনা যায়, বৃহস্পতিবারই বিজেপিতে যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের আরও ৩ বিধায়ক। যার মধ্যে রয়েছেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং, বাঘমুন্ডির কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত ও পুরুলিয়ার কংগ্রেসি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। এরপরই প্রেস বিবৃতি দিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগের জল্পনা ওড়ালেন নেপাল মাহাত।প্রেস বিবৃতি জারি করে নেপাল মাহাত বলেছেন, “এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা। উদেশ্যপ্রণোদিতভাবে সেই মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। আমি স্বর্গীয় দেবেন মাহাতর পুত্র। যে দেবেন মাহাত ছিলেন পুরুলিয়া কংগ্রেসের প্রাণপুরুষ। স্বয়ং ইন্দিরা গান্ধীর পদধূলিতে ধন্য আমাদের বাড়ি। গান্ধী পরিবার ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি আমার আনুগত্য আমৃত্যু থাকবে।
Related Articles
আবারও পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি।
দেশ ধীরে ধীরে আনলকের পথে পা বাড়াচ্ছে। আর সেই সঙ্গেই একটু একটু করে বাড়ছে পেট্রল ও ডিজেলের মূল্য। আবারও বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। এই নিয়ে টানা ১৬ দিন বাড়ল জ্বালানির দাম। কলকাতায় পেট্রলের দাম লিটারে ৮১ টাকা ছাড়িয়েছে। দিল্লিতে পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটারপিছু ৭৯.৫৬ টাকা। দু বছরে সর্বাধিক বেশি হয়েছে দিল্লির লিটারপিছু ডিজেলের […]
রাশিয়ার সর্বোচ্চ সম্মান পাচ্ছেন নরেন্দ্র মোদী, অর্ডার অব সেন্ট অ্যান্ড্রুজ
নিজস্ব প্রতিনিধি : রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দি অর্ডার অব সেন্ট অ্যা ন্ড্রুজ দি অ্যাপস্টল’ সম্মানে সম্মানিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শুক্রবার তাঁকে ‘অর্ডার অফ সেন্ট অ্যানড্রূ’ দেওয়ার কথা ঘোষণা করে মস্কো। তাদের তরফে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতিতে বিশেষ অবদান রাখার জন্য এই সম্মান দেওয়া হয় তাঁকে। কেন এই সম্মান প্রধানমন্ত্রীকে […]
লটারির মাধ্যমে জিতে বীরভুমের রামপুর পঞ্চায়েত বোর্ড গঠন করল তৃণমূল
নিজস্ব প্রতিনিধি— পঞ্চায়েত ভোট শেষ হয়ে গেছে। কিন্তু ৬ আসন বিশিষ্ট বীরভূমের মহম্মদবাজারের রামপুর পঞ্চায়েত বোর্ড গঠন করা যাচ্ছিল না। কারণ এই পঞ্চায়েত বোর্ডে বিজেপি ও তৃণমূল দু-দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দুজনেই তিনটি করে আসন পেয়েছে। তাই শেষ পর্যন্ত লটারির মাধ্যমে পঞ্চায়েত বোর্ড গঠন হল। লটারিতে জিতে বোর্ড গঠন করল শাসক দল তৃণমূল। মহম্মদবাজারের বিডিও আশিস […]