জন্মু-কাশ্মীর, ৮ মার্চ- ফের জন্মু-কাশ্মীরের বড়সড় হামলা করতে পারে জইশ-ই মহম্মদের জঙ্গিগোষ্ঠী। এমনই সতর্ক করল ভারতীয় গোয়েন্দা দফতর। গোয়েন্দা দফতর সূত্রে খবর, আগামী ৩-৪ দিনের মধ্যে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ ও কাজিগুন্দ এই দুই জায়গায় আবারও বড় ধরনের আইইডি বিস্ফোরণ ঘটাতে পারে ওই জঙ্গিগোষ্ঠী। আর এর জন্য তারা ব্যবহার করতে পারে কোনও চুরি করা গাড়ি। এবার আগের থেকে বেশি পরিমাণ বিস্ফোরক নিয়ে এই হামলা হতে পারে বলেও গোয়েন্দা দফতর জানিয়েছে। বিষয়টি জানার পর থেকে রীতিমতো নড়েচড়ে বসেছে কাশ্মীর পুলিশ থেকে রাজ্য প্রশাসনের কর্তারা। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে জন্মু-কাশ্মীরেরে সমস্ত গোয়েন্দা দফতরকে।
উল্লেখ্য, বালাকোটে জঙ্গিঘাঁটি ধ্বংসের ঘটনার পর থেকে পাকিস্তানী জঙ্গিগোষ্ঠীগুলি ভারতের ওপর বড় ধরনের হামলার ছক কষছে। বালাকোটের হামলার পর একটি ভিডিওবার্তাতেও সেই কথা স্পষ্ট জানা গিয়েছে।