নিজস্ব প্রতিনিধি : আজ তাঁর জন্মদিন। ১৫ মার্চে ২৬ বছরে পা দিলেন আলিয়া ভাট। ১৪ তারিখ মাঝরাতে তাঁকে জন্মদিনের উইশ করতে পৌচ্ছে গেছেন প্রেমিক রণবীর কাপুর। তবে শুধু রণবীর নন, তাঁকে উইশ করতে গিয়েছিলেন তার কাছের মানুষরা।
প্রিয় বন্ধুর জন্মদিন পালন করতে আ্লিয়ার বাড়ি পৌঁচ্ছে গিয়েছিলেন অনুষ্কা রঞ্জন, আকষঙ্খা, মাসাবা গুপ্তা। সেখানে এসেছিলেন তাঁর মেন্টর করণ জোহর, অয়ন মুখোপাধ্যায়, দিদি পূজা ভাট, মা সোনি রাজদান এবং মহেশ ভাট।
জন্মদিনের কেট কেটে শুরু হল সেলিব্রেশন। রইল সেলিব্রেশনের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও।