নিজস্ব প্রতিনিধি- সম্প্রতি ‘মেদিনীপুর কবিতা একাডেমি’ সাড়ম্বরে অনুষ্ঠিত করল ‘মেদিনীপুর বাংলা কবিতা উৎসব ২০১৯’। মেদিনীপুর ফিল্ম সোসাইটি হলে ১০ মার্চ, রবিবার, দুপুর ২টায় মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন করে এই উৎসবের শুভ উদ্বোধন করেন। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক, রবীন্দ্র গবেষক ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মাননাপত্র প্রাপক ড. বিবেকানন্দ চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সিদ্ধার্থ সাঁতরা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর কবি হরিৎ বন্দ্যোপাধ্যায় ও কবি সৌমেন শেখর’কে সংবর্ধিত করে কবিতা একাডেমি। অতপর উৎসবের উদ্বোধক তার উদ্বোধনী বক্তব্যে কবিতা কী ও কেন, এই বিষয়ে একটি মনোজ্ঞ বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, কবিতা কীভাবে হয়ে ওঠে কবি, তাত্ত্বিক, পাঠক সবাইকেই এই প্রশ্নের সামনে দাঁড়াতে হয়। তিনি রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরি, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ, টি এস এলিয়ট এইসব কবিদের কবিতা সম্পর্কিত মতামত উল্লেখ করে এই সিদ্ধান্তে আসেন যে কবিতাকে স্বাচ্ছন্দ্যযুক্ত ও সহজবোধ্য হতে হবে। এবং সবশেষে বলেন, ‘কবিতা রহস্যময়, তাই সুন্দর, কবিতা দুর্বোধ্য নয়, তাই আনন্দময়। অতঃপর সারা বাংলার ৬৫ জন আমন্ত্রিত কবি কবিতা পাঠে অংশগ্রহণ করেন। অপরাহ্নে একটি বিতর্কসভা অনুষ্ঠিত হয়। বিষয় ছিল কবি, নাকি কবিতা, নাকি কবিতা একাডেমি। এই বিতর্ক সভাটি সঞ্চালনা করেন কবি সৌমিত্র রায়। বিতর্কসভায় অংশগ্রহণ করেন অধ্যাপক প্রভাত মিশ্র, কবি মানসকুমার চিনি, কবি বীরূপাক্ষ পান্ডা, কবি বিশ্ব বন্দ্যোপাধ্যায় ও কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়। কবিতা একাডেমির প্রশাসনিক দিক নিয়ে আলোচনা করেন কবি সৌমিত্র রায়, কবি শ্রীকান্ত ভট্টাচার্য ও কবি বিশ্ব বন্দ্যোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটি নান্দনিক সঞ্চালনায় ধ্রুপদী সূত্রে বেঁধেছিলেন বাচিক শিল্পী অগমনী কর মিশ্র। সদ্য বসন্ত সমাগমে ১০ মার্চ মেদিনীপুর শহর হয়ে উঠেছিল কবিতার শহর।
Related Articles
নির্বাচনের আগে অস্বস্তিতে ভারতী! চাইলেই জেরা করতে পারবে রাজ্য,নির্দেশ সুপ্রিম কোর্টের
নিজস্ব প্রতিনিধি: নির্বাচনের আগে অস্বস্তি বাড়লো ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের। নির্বাচনের লড়াইয়ে ইতিমধ্যেই ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী(দেব)কে হারাতে মাঠে নেমে পড়েছে বিজেপি প্রার্থী।কিন্তু নির্বাচনে তৃণমূলকে হারাতে মাঠে নামলেও সুপ্রিম কোর্টের একটি নির্দেশে কার্যত অস্বস্তি বাড়িয়েছে বিজেপি প্রার্থীর। ভারতী ঘোষকে জেরা করতে পারে রাজ্য, আজ অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতী ঘোষের পশ্চিম মেদিনীপুরে প্রবেশের […]
আমার সকাল : বৃহন্নলাদের ‘অত্যাচারে’ মৃত্যু দেড় মাসের অসুস্থ শিশু, আটক ৩
নিজস্ব প্রতিনিধি : তিন বৃহন্নলা গেলেন শ্রীঘরে। বৃহস্পতিবার একটি শিশু মৃত্যুর ঘটনায় অভিযোগের ভিত্তিতে তিন বৃহন্নলাকে গ্রেফতার করল পুলিশ। এহেন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার শিলদা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন শিলদার উত্তর পাড়ার বাসিন্দা চন্দন খিলাড়ের গত ডিসেম্বর মাসের যমজ সন্তানের হয়। এর মধ্যে একজন সন্তানের হার্টের সমস্যা থাকায় […]
মুখ্যমন্ত্রীর শুক্র ও শনি নির্বাচনী সভা বাতিল
নিজস্ব প্রতিনিধি— পাঁচদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে পশ্চিম মেদিনীপুরে গিয়েছেন। খড়্গপুরের এক বেসরকারি হোটেলে তিনি রয়েছেন। বৃহস্পতিবার নিউ টাউনে সভা শেষ করে তিনি সোজা খড়্গপুরে যান। তাঁর জন্য তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। এখান থেকেই তাঁর শুক্রবার ঘাটাল লোকসভা কেন্দ্রের ক্ষেত্রপালে সভা করার কথা ছিল। কিন্তু ‘ফণী’র কারণে সেই সভা বাতিল করেছেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে […]