নিজস্ব প্রতিনিধি : এ বার অভিনন্দনের বীরত্বকে সম্মান জানাতে ব্যতিক্রমী পদক্ষেপ করল রাজস্থান সরকার। সোমবার রাজস্থানের শিক্ষামন্ত্রী গোবিন্দ সিংহ দোতাসরা জানিয়েছেন, অভিনন্দনের বীরত্বের কাহিনী অন্তর্ভুক্ত হবে সে রাজ্যের স্কুল সিলেবাসে। নিজের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টে এই অন্তর্ভুক্তির খবর তিনি পোস্ট করে জানিয়েছেন। তবে কোন শ্রেণীর সিলেবাসে পড়ানো হবে অভিনন্দনের বীরত্ব, সে ব্যাপারে তিনি কিছু জানাননি।
ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান এই মুহূর্তে দেশনায়কের সম্মান পাচ্ছেন। মিগ-২১ যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করে পাক সেনার হাতে বন্দি হয়েছিলেন তিনি। তারপর তাঁকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। দেশে ফেরার পর থেকেই বীরের সম্মান পাচ্ছেন অভিনন্দন।