নিজস্ব প্রতিনিধি— বুধবার আসন্ন লোকসভা নির্বাচনে এসইউসিআই(সি)তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের প্রার্থীরা। পশ্চিমবঙ্গ ছাড়াও অসমের ৬টি, অন্ধ্রপ্রদেশের ২টি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ১টি, বিহারের ৮টি, ছত্তিশগড়ের ৩টি, দিল্লির ২টি, গুজরাতের ২টি, হরিয়ানার ৪টি, ঝাড়খণ্ডের ৫টি, কর্ণাটকের ৮টি, কেরালার ৯টি, মধ্যপ্রদেশের ৩টি, মহারাষ্ট্রের ১টি, ওড়িশার ৮টি, পুদুচেরির ১টি, পাঞ্জাবের ১টি, রাজস্থানের ১টি, তামিলনাড়ুর ৪টি, তেলেঙ্গানার ২টি, ত্রিপুরার ১টি, উত্তরপ্রদেশের ৪টি ও উত্তরাখণ্ডের ১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এসইউসিআই প্রার্থীরা বলে জানানো হয় দলের তরফে। এছাড়াও ওড়িশার ২৪টি আসনে ও অন্ধ্রপ্রদেশের ৩টি বিধানসভার আসনেও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।