নিজস্ব প্রতিনিধি : মালদহ উত্তর ও জঙ্গিপুরে প্রার্থী ঘোষণা করে দিল বামেরা। মালদহ উত্তরে বাম প্রার্থী বিশ্বনাথ ঘোষ ও জঙ্গিপুরের বাম প্রার্থী জুলফিকার আলি৷ বুধবার সন্ধ্যায় লোকসভা ভোটে রাজ্যে আরও 2 আসনে প্রার্থী ঘোষণা করলো বামেরা৷ দুটি আসনই কংগ্রেসের জেতা আসন। এ দিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এক বিবৃতিতে জানিয়ে দেন, তৃণমূল ও বিজেপি বিরোধী ভোট এক জায়গায় করতে বামেদের সঙ্গে জোটের প্রস্তাব দিয়েছিল কংগ্রেস৷ কোনও ক্ষেত্রেই জোট গড়ার লক্ষ্য নিয়ে এই আলোচনা সংগঠিত হয়নি৷ একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছিল, কংগ্রেসের গতবারের জেতা 4টি আসন ও বামেদের জেতা দুটি আসনে কোনও পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা হবে না৷ কংগ্রেস তা গ্রহণও করেছিল৷ কিন্তু হঠাত্ করে বামেদের জেতা 2 আসনে প্রার্থী ঘোষণা করে দেয় কংগ্রেস৷ জোট আলোচনায় জটিলতা দেখা দেয়৷ পাশাপাশি বিমান বসু জানিয়েছেন, যদি বামেদের জেতা দুটি আসনে প্রার্থী প্রত্যাহার করে কংগ্রেস, তা হলে বামেরাও প্রার্থী তালিকা পুনর্বিবেচনা করবে৷