নিজস্ব প্রতিনিধি : কাঁথির বিধায়ক বনশ্রী মাইতির বাড়িতে উদ্ধার হল পরিচারিকার কিশোরী মেয়ের ঝুলন্ত দেহ।ঘটনা মঙ্গলবার সকালের।মৃত দেবারতি দাস এ বারই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।মা গীতা দাসের সঙ্গে বনশ্রীদেবীর বাড়িতেই ১০ বছরেরও বেশি সময় ধরে থাকত স্থানীয় কুমারপুরের বাসিন্দা দেবারতি।নিঃসন্তান বনশ্রীদেবীই তার দেখভাল ও পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন।এদিন সকালে বাজারে গেছিলেন গীতাদেবী।কলকাতা বেরিয়ে দেবারতির খোঁজ শুরু করেন বিধায়ক বনশ্রীদেবী।কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বন্ধ ছিল ঘরের দরজা।ডাকাডাকিতে সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখা যায় ফ্যানের সঙ্গে শাড়ি বেঁধে ঝুলছে সে।খবর পেয়ে পুলিশ আসে দেহ উদ্ধারে।কী কারণে এমন চরম সিদ্ধান্ত তা জানতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।