নিজস্ব প্রতিনিধি— সবুজ আবির নিয়ে রাস্তায় নেমে পড়েছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। আতসবাজি আর চকলেট বোমার শব্দে মুখর এলাকা। যেন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। সকাল থেকে প্রায় নিশ্বাস বন্ধ করে অপেক্ষায় থাকা মানুষের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস। আরামবাগে প্রার্থী অপরূপা পোদ্দারের নাম ঘোষণা হতেই এই চিত্র মহকুমা জুড়ে।
খানাকুল, পুরশুড়া, গোঘাট প্রতিটি এলাকাতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট। এমনকি নির্বাচন ঘোষণা হওয়ার পরেও ব্লকে ব্লকে কমিটি গঠনকে কেন্দ্র করে সেই দ্বন্দ্ব ভীষণ আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতেও গতবারের সাংসদ অপরূপা পোদ্দার সমস্ত গোষ্ঠীর সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে চলতে সফল হয়েছিলেন অনেকাংশেই। এমতাবস্থায় গোষ্ঠী রাজনীতির কারণে আরামবাগের তৃণমূলের প্রার্থী কে হবেন সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এক এক গোষ্ঠী এক এক জনের নাম ভাসিয়ে দেয়। আর সেই নিয়ে নতুন নতুন সমীকরণ তৈরি হয় প্রতিনিয়ত। এক শ্রেণির সংবাদ মাধ্যমও হাওয়ায় ঢিল ছুঁড়তে শুরু করে। সব মিলিয়ে মানুষের কৌতূহলও যেমন বাড়ছিল, সঙ্গে দলীয় স্তরে বাড়ছিল অশান্তি। অপরূপা পুনরায় প্রার্থী হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করছে রাজনৈতিক মহল।