নিজস্ব প্রতিনিধি— আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শহর জুড়ে সমারোহে সচেতনতামূলক প্রচার কর্মসূচির আয়োজন করেছে কলকাতা পুলিশ। হ্যাশট্যাগ ‘রেসপেক্ট উইম্যান’ দিয়ে চলবে সেই প্রচার কার্য। তৈরি হয়েছে ‘রেসপেক্ট উইম্যান’র জন্য কলকাতা পুলিশের বিশেষ লোগো দেওয়া স্টিকার। শুক্রবার সকাল থেকেই প্রত্যেকটি ডিভিশনে চলবে নারী দিবস উপলক্ষ্যে নানা অনুষ্ঠান। প্রতিটি থানার মাধ্যমে এলাকার সরকারি, বেসরকারি বিভিন্ন গাড়িতে কলকাতা পুলিশের রেসপেক্ট উইম্যান’র লোগো দেওয়া স্টিকার লাগিয়ে দেওয়া হবে|
সারা বিশ্বের পাশাপাশি নারী দিবস উদযাপনে পিছিয়ে নেই কলকাতা পুলিশও। আজকের দিনে দাঁড়িয়ে নারীদের প্রতি সম্মান প্রদর্শনে বেশ কিছু অনুষ্ঠানেরও আয়োজন করেছে কলকাতা পুলিশ। শহরের প্রত্যেকটি ডিভিশন ও থানার সঙ্গে গোয়েন্দা বিভাগের সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজিত হবে। ৮টি মহিলা থানাতে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করবে পুলিশ। এছাড়া শহরের তিন-চারটি শপিংমল নির্বাচন করা হয়েছে। কোয়েস্ট, অ্যাক্রোপলিস, সাউথ সিটি মলে বিকেল থেকে শুরু হবে ক্যুইজ প্রতিযোগিতা। দেশ-বিদেশের স্বনামধন্য মহিলাদের জীবন ও কর্মজীবন নিয়ে থাকবে প্রশ্ন। এছাড়া মহিলাদের স্বার্থরক্ষায় দেশে যে আইনগুলি রয়েছে সে সম্পর্কে মেয়েদের জানার পরিধি ঠিক কতখানি, তাও ঝালিয়ে দেওয়া যাবে এই ক্যুইজ প্রতিযোগিতার মাধ্যমে। বিচারকের আসনে থাকবেন কলকাতা পুলিশের আধিকারিকরা। প্রতিযোগিতায় অংশগ্রহণে মহিলাদের অগ্রাধিকার থাকবে। অনুষ্ঠান শেষে বিজয়ীকে পুরস্কৃত করা হবে। তবে শুধু নারী দিবসের একটি দিনেই নয় গোটা বছর ধরেই ‘রেসপেক্ট উইম্যান’র প্রচার কর্মসূচি যাতে অব্যাহত থাকে সে বিষয়েও উদ্যোগ নিচ্ছে পুলিশ। ক্যুইজ প্রতিযোগিতা ছাড়া সোশ্যাল মিডিয়া, সাইবার অপরাধ নিয়েও মেয়েদের সচেতন করার প্রয়াস চলবে সারা বছর ধরে। জনবহুল অঞ্চল যেমন, বাজার, শপিংমল, স্কুল-কলেজ, অফিস-আদালত চত্বরকে এই প্রচারের আওতায় রাখা হবে বলে জানা গেছে।