নিজস্ব প্রতিনিধি : ভারত-পাকিস্তান সীমান্তে অশান্তির কারণে দুই দেশের মধ্যেই চাপ যখন চরমে, তখনই বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেন পাকিস্তানী অভিনেত্রী বীনা মলিক।
ভারতের চাপের ইতিমধ্যেই নতি স্বীকার করে পাক হেপাজতে থাকা ভারতীয় বায়ু সেনা আধিকারিক অভিনন্দনকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করছে পাক সরকার। আগামীকাল তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আর সেই সময় ভারতীয় বায়ু সেনা আধিকারিককে নিয়ে কুরুচিকর টুইট করেন বীনা মালিক।
বিনা মালিক টুইটে ভারতীয় উইং কমান্ডারকে কটাক্ষ করে লেখেন, ” এই তো এসেছেন, এখনও অনেক আতিথেয়তা বাকি আছে।”
Abhi Abhi Tu Ayo Ho…Achi Mehmaan Nawazi Ho GI Aap Ki😜 pic.twitter.com/BDcWO25orE
— VEENA MALIK (@iVeenaKhan) February 27, 2019
তবে বিনা মালিকের এই কটাক্ষের উপযুক্ত জবাব দেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। স্বরা লেখেন, ” বীনাজী… লজ্জা হওয়া উচিত। আপনি মানসিকভাবে অসুস্থ। আপনার এই আনন্দ, কুৎসিত মানসিকতার পরিচয় বহন করছে। আমাদের অফিসার একজন সাহসী, সম্মানীয় ব্যক্তি। উনি আটক অবস্থাতেও নিজের ব্যক্তিত্ব বজায় রেখেছেন। ”
Veena ji.. Shame on you & ur sick mindset. Your glee is just gross! Our officer is a hero- brave, gracious & dignified in the face of capture. At least some decency from that major in you army who was questioning #WingCommanderAbhinandan or the many Pakistanis suing 4 peace #sick https://t.co/KvJH8ClkmW
— Swara Bhasker (@ReallySwara) February 28, 2019
প্রসঙ্গত, এই বীনা মালিকই একসময় বলিউডে এসেছিলেন নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে, তবে সেভাবে সাফল্য না পেয়ে পড়ে দেশে ফিরে যান।