নিজস্ব প্রতিনিধি : মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিংয়। আজই দিল্লি থেকে রাজ্যে এসেছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়। বিকেল সাড়ে ৪টেয় দমদম বিমানবন্দরে নামেন তিনি। তার আগেই জগদ্দলের মেঘনা মিল এলাকায় অর্জুনের খাস তালুক বিজয়গড়ে হামলার ঘটনা ঘটল অর্জুন ঘনিষ্ঠের বাড়িতে।
তাদের অভিযোগ, একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। যা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে র্যাফ। ভাঙচুরের ঘটনায় সদ্য তৃণমূলে যোগ দেওয়া অর্জুন সিংয়ের খুড়তুতো ভাই সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে অভিযোগের। অভিযোগ উড়িয়ে সঞ্জয় সিং যদিও দাবি করেছেন, নিজেরা ভাঙচুর করে তাঁর নামে দোষ দিচ্ছে বিজেপি।
এদিকে ভাঙচুরের ঘটনার পরেই জগদ্দল থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। পরিস্থিতি সামালাতে সঙ্গে সঙ্গেই এলাকায় নামানো হয় র্যাফ।