নিজস্ব প্রতিনিধি: ঘর ভাঙার খেলা জারি। বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে বিজেপিতে নাম লিখিয়েছেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। আর তৃণমূলের বিধায়ক বিজেপিতে যাওয়ার পর থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া বিধানসভায় উঠতে শুরু করে নানা জল্পনা। এমনকি শোনা যায় অর্জুনের সাথে নাকি বিজেপিতে যেতে পারেন ভাটপাড়া পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর।কিন্তু সেসব সম্ভবনার মধ্যেই এবার সেই ভাটপাড়াতেই ড্যামেজ কন্ট্রোলে নামল তৃণমূল শীর্ষনেতৃত্ব। এবার তৃণমূলে এলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের খুড়তুতো ভাই সঞ্জয় সিং।বিজেপি নেতা ধরমপাল গুপ্তা,জিতেন্দ্র সাউ,সোমনাথ শ্যাম, প্রমোধ সিং,রাজকুমার যাদবের মতো ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেশকয়েকজন নেতা। আজ তৃণমূল মহাসচিব পার্ত চট্টোপাধ্যায়,দীনেশ ত্রিবেদী, পার্থ ভৌমিক,জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে বিজেপিতে এলেন ভাটপাড়ার অর্জুন বিরোধী নেতারা।সম্পর্কে অর্জুন সিংয়ের ভাই হন তিনি। দীর্ঘদিন ধরেই ভাটপাড়ার সিং পরিবারের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো নেই। কথা বলা তো দূরঅস্থ, মুখ দেখাও যে বন্ধ, তা জানেন ভাটপাড়ার বাসিন্দারাও। রাজনৈতিক মতাদর্শও আলাদা তাঁদের। অর্জুন সিং যখন মমতা অনুগামী, তখন বিরোধী ছিলেন সঞ্জয়। এখন যখন ঘাস ফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখালেন অর্জুন, তখন মমতা অনুগামী সঞ্জয়।
Related Articles
৩৭০ ধারা বিলোপের দাবিতে অনেক আগেই ধর্নায় বসেছিলেন নরেন্দ্র মোদী! ‘প্রতিশ্রুতি পূরণ’, ট্যুইট রাম মাধবের
নিজস্ব সংবাদদাতা: অবস্থান বিক্ষোভে বসেছেন এক যুবক৷ মুখে একগাল দাড়ি৷ চোখের দৃষ্টি নিশ্চল৷ পিছনে রয়েছে একটি ব্যানার৷ তাতে লেখা, ‘৩৭০ ধারা বাতিল করা হোক৷ শেষ হোক সন্ত্রাসবাদ৷’ সেই দিনের পর কেটে গিয়েছে বহু বছর৷ এখন তিনি ভারতে প্রধানমন্ত্রীর চেয়ারে । তিনি নরেন্দ্র দামোদরদাস মোদী। এক কালে যে দাবিতে আন্দোলন করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের নেতা, আজ তিনিই […]
হাসপাতালের বেডে বসে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিল ছাত্র
নিজস্ব প্রতিনিধি : বাইকে করে পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। আহত অবস্থায় হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল আজগর আলি নামে এক অহত ছাত্র। তার বাড়ি সুতাহাটা থানার মাধবপুর গ্রামে। আজগর জয়নগর হাই স্কুলের ছাত্র। তার পরীক্ষাকেন্দ্র পড়েছে হলদিয়া গভর্মেন্টের স্পনসর হাই স্কুলে। মঙ্গলবার ছিল ইতিহাস পরীক্ষা। বাড়ি থেকে বেরাতে দেরি হয়ে গিয়েছিল। তাই প্রতিবেশীর […]
আমার সকাল: মাইক বাজবে না, প্রচার করার বেশি সময় নেই! পুরভোটের দিন পিছোনোর কথা বলে কমিশনের দারস্থ মুকুল-জয়প্রকাশ
নিজস্ব প্রতিনিধি: লোকসভার পর এবার পালা পুরসভা ভোটের। আর পুরভোটকে মিনি বিধানসভা ভোট হিসাবে ধরে নিয়ে তৈরী হতে শুরু করেছে শাসক-বিরোধী সবপক্ষই। আড়ালে আবডালে নিজেদের মতো করে ঘর গোছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। কিন্তু পুরভোট কবে হবে? এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচিত। রাজ্য সরকার চায় ১২ই এপ্রিল ভোট হোক কলকাতা ও হাওড়া পুরসভায়। আর […]